ওবায়েদ আকাশের কবিতা (যা কখনো বলব না)

ওবায়েদ আকাশের কবিতা (যা কখনো বলব না)

>>যা কখনো বলব নাঃ

ওবায়েদ আকাশ>>  

কালো স্কার্ফের নিচে তোমার মুখ আপেলের মতো সুন্দর

এই কথা কোনো নারীকে আমি কখ্খনো বলবো না

আজকাল পৃথিবীর যে কোনো মহানগরীর দালানকোঠায়

অজস্র বাট থেকে অনর্গল দুধ দোহানো যায়

সুতরাং আমি বলবো না যে

যে কোনো মহানগর মাত্রই এক একটা গাভী

 

পর্দার আড়ালের চমৎকার মুখশ্রীগুলো

হাসতে বা কাঁদতে না জানার মতো অচেনা

 

পৃথিবীর সারিবদ্ধ গাছ কিংবা গভীর জঙ্গল থেকে

হাসি কান্নার প্রবল রোল ওঠে মৌসুমে

 

সুতরাং এ কথা কখ্খনো বলবো না যে

যে কোনো অরণ্য মাত্রই পাখির মতো গান গাইতে জানে…

 

বিভাগীয় প্রধান