এইচএসসি পরীক্ষাঃ শুক্র ও শনিবার
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ বিএনপি নতুন করে হরতালের ডাক দেয়ায় কাল রোববার ও পরশু সোমবার অনুষ্ঠেয় আটটি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে শুক্র ও শনিবার।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবদুন নুর জানিয়েছেন, তাঁদের বোর্ডের অধীন আলিমের কাল রোববারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৪ মে)। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসায় সোমবার কোনো পরীক্ষা নেই।
এর আগে হরতালের কারণে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের পরীক্ষাও পেছানো হয়।
বেঁধে দেয়া সময়ের মধ্যে বিএনপির নেতা ইলিয়াস আলীকে ফেরত পায়নি বিএনপি। প্রতিবাদে কাল রোববার ও পরশু সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি। আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।