জমে উঠেছে সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী প্রচার
সুমন দে,এসবিডি নিউজ24 ডট কমঃ জমে উঠেছে সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন। আগামী ১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ভোটাররা ভাসছেন নির্বাচনী জোয়ারে। শেষ মুহূর্তে এসে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। সর্বত্র এখন নির্বাচনী আমেজ। নগরীর পত্রিকা অফিসগুলোকে কেন্দ্র করে প্রতিদিনই বসছে নির্বাচনী সভা। মুঠোফোনে চলছে কুশল বিনিময়ের পাশাপাশি প্রচারণা। নির্বাচনে দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবীন-প্রবীণ সাংবাদিকরা। লিয়াকত শাহ্ ফরিদী-ওয়েছ খছরু প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন স্বজ্জন ব্যক্তি দৈনিক সবুজ সিলেট’র উপ-সম্পাদক লিয়াকত শাহ্ ফরিদী। সিনিয়র সহ-সভাপতি পদে নিউএজ’র সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি পদে ডেসটিনির সিলেট প্রতিনিধি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশন ও মানবজমিন এর সিলেট’র স্টাফ রিপোর্টার ওয়েছ খছরু, সহ-সাধারণ সম্পাদক পদে সকালের খবর এর সিলেট প্রতিনিধি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ প্রতিদিন’র নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান সোহাগ আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে একুশে টেলিভিশন ও দৈনিক সুবজ সিলেটের স্টাফ ফটোগ্রাফার এফএ মুন্না, দপ্তর সম্পাদক পদে চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সকালের খবর’র সিলেট প্রতিনিধি সাঈদ চৌধুরী টিপু, সদস্য পদে মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান এস সুটন সিংহ, দৈনিক সবুজ সিলেট ও বাংলা ভিশনের ফটোগ্রাফার ও ক্যামেরাম্যান বিলকিস আক্তার সুিম ও ডেইলি ফাইনানসিয়াল এক্সপ্রেস’র সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী।
আজিজ আহমদ সেলিম-সংগ্রাম সিংহ পরিষদে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সিলেটের প্রবীণ সাংবাদিক দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম। সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক শ্যামল সিলেট এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর আঞ্চলিক প্রধান আবদুল মুকিত, সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাক’র সিলেট ব্যুরো প্রধান ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর’র সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিংহ, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক সবুজ সিলেট এর নিউজ ইনচার্জ মনোয়ার জাহান চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সমকাল’র সিলেট ব্যুরো চিফ চয়ন চৌধুরী, প্রচার প্রকাশনা ও পাঠাগার সম্পাদক পদে শ্যামল সিলেটের চিফ রিপোর্টার দেবাশীষ দেবু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ডেইলি সান এর ফটোগ্রাফার এ এইচ আরিফ, দপ্তর সম্পাদক পদে দৈনিক উত্তরপূর্ব এর সিনিয়র রিপোর্টার তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার ছামির মাহমুদ। এছাড়া সদস্য পদে ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সাপ্তাহিক গ্রাম সুরমা’র সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, কালের কণ্ঠ’র সিলেট প্রতিনিধি সাত্তার আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। একক ভাবে সদস্য পদে ভোরের ডাক’র মঞ্জুর হোসেন খান প্রার্থী হয়েছেন।
আগামী ১ মে’র নির্বাচনেই নির্ধারিত হবে কারা আসছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃত্বে।