চট্টগ্রামে চারদলের ঢিলে-ঢালা হরতাল
জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চারদলের ডাকা দুই দিনের সকাল সন্ধ্যার হরতালের আজ প্রথম দিনে চট্টগ্রামে ঢিলে-ঢালা হরতাল পালিত হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপি’র নেতা কর্মীদের তৎপরতা কার্যত কম। নগরীর ব্যাস্ততম এলাকা জিইসি, আগ্রাবাদ, বন্দর. নিউমার্কেটে সরজমিনে ঘুরে দেখা গেছে , নগরীর জীবন যাত্রা প্রায় স্বভাবিক ছিলো। নগরীতে বাস, মিনি বাস, চলাচল না করলেও অবাধে চলাচল করেছে ট্রাক, টেম্পু, রাইডার, রিক্সা সহ অন্নান্য যানবাহন।
সিএমপি ডিবি এসি তানভির এসডিবি নিউজ24 ডট কম কে জানান, হরতালে চট্টগ্রাম আজ স্বাভাবিক ছিলো, কোন পিকেটিং বা গোলযোগ হয়নি। হরতালের কারণে বিকেল ৪টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি । তিনি আরো জানান, বিএনপি’র মহানগর অফিস নসিমন ভবনের সামনে প্রায় ২০০’শ নেতা কর্মী উপস্থিত থাকলেও তারা বিশৃঙখলা সৃষ্টি করেননি। বিচ্ছিন্ন ভাবে দুয়েকটি মিটিং ছাড়া হরতালে চট্টগ্রাম নগরী ছিলো শান্ত।
এদিকে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের ষ্টেশন ম্যানেজার সামসুল আলম জানান, ট্রেনের সিডিউল স্বাভাবিক ছিলো। হরতালের কারণে সিআরবি’র কোথাও কোন গোলযোগের ঘটনা তিনি জানেন না।
নগরীর বাস ষ্টেশন গুলোতে খোঁজ নিয়ে জানা যায়, দূরপাল্লার কোন বাস আজ চট্টগ্রাম ছেড়ে যায়নি।
উল্লেখ্য, বিএনপি’র কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর গুম হওয়া ঘটনার জের ধরে চারদল দেশ জুড়ে ২ দিন সকাল সন্ধ্যার ডাক দিয়েছে।