কলকাতায় পররাষ্ট্রমন্ত্রী
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার নিতে কলকাতা গিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম কবির ২৯ এপ্রিল (রোববার) জানান, সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কলকাতা যান। সামাজিক কর্মকাণ্ড ও প্রশাসনিক দক্ষতার জন্য তাকে এবার এ পুরস্কার দেয়া হচ্ছে। কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীপু মনির কোনো নির্ধারিত বৈঠক নেই।
আগামী ৩০ এপ্রিল (মঙ্গলবার) তার দেশে ফেরার কথা রয়েছে।