২ মে ইলিয়াসের স্ত্রী’র সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ মে (বুধবার) সন্ধ্যা ছয়টার দিকে দেখা করার জন্য সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। এর আগে সকালে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মিনতি করে বলেছেন, ‘দয়া করে আপনার সঙ্গে দেখা করার জন্য একটু সময় ও সুযোগ দেন। যেকোনো মূল্যে ইলিয়াস আলীকে উদ্ধার করে দিন।’ ৩০ এপ্রিল (সোমবার) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বনানীর নিজ বাসভবন ‘সিলেট হাউসে’ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর দুই ছেলে ও মেয়ে পাশে ছিল।
তাহসিনা রুশদীর বলেন, ‘সংবাদপত্রে বিভিন্ন ধরনের প্রতিবেদনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কথা জানছি। যদি কোনো শর্তও থাকে, তাও আমাদের জানানো হোক। যেকোনো শর্তে আমরা তাঁকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। অর্থ, সম্পদ, ক্ষমতা কোনো কিছুই আমরা চাই না।’ তাহসিনা রুশদীর অভিযোগ করেন, তাঁর পরিবার শুধু অনিশ্চয়তায়ই নয়, অনিরাপত্তা ও আতঙ্কের মধ্যে বাস করছে।
উল্লেখ্য, ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।