শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে সিলেট শহরে
সুমন দে, সিলেট প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ ৩০ এপ্রিল (সোমবার) নগরীতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। নগরীর কোথাও বিএনপি নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। হরতাল চলাকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো ভারী যান চলাচল না করলেও ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।
বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি এম এ হক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীসহ অন্যান্য নেতারা।
অন্যদিকে, হরতালের প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ অন্যান্য নেতারা।
যে কোনো ধরনের নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়।