খালেদ হোসাইনের কবিতা (উজ্জ্বলতম নক্ষত্রের হাট)
খালেদ হোসাইনঃ
পথের পাশের আগাছার মতো তুমি অলক্ষ্যে বেড়ে ওঠো।
সভ্যতার বিশাল ভারী চাকাটাকে তুমিই ঘুরাও।
তোমার হাড়-জিরজিরে শরীর, পেটে ক্ষুধার আগুন-
তোমার মাথার ঘাম
পায়ে পড়ে,
পায়ের ঘাম
শুষে নেয় পথ।
তুমিই আমার পিতা, তুমিই আমার মাতা।
ঘুপচি কারখানার অন্ধকারে তুমি আছ
যেন উজ্জ্বলতম নক্ষত্রের হাট
গার্মেন্টসেরর চোখ জ্বালোনো আলোয় তুমি আছ
যেন জলের গভীরে রাঙা মাছ
কয়লা-খনির গভীর গর্তে তুমি আছ
যেন এক বিলুপ্ত নগর
পথের পাশের আগাছার মতো তুমি বেড়ে ওঠো।
শ্রমে-স্বেদে-রক্তের আল্পনা বুনে ঝরে যাও
একামত্ম নিভৃতে। তুবু তুমি আছ, থাকো
পৃথিবীর নিভৃত হৃদয়ে।
প্রতীক্ষার অনেক প্রহর পেরিয়ে গেছে, জানি।
তবু একদিন সূর্যের মতো উদিত হয়ে পৃথিবীকে
অধিকার করে নেবে অনন্ত আবেগে।