কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডারসহ ৯সদস্যের টহল দলসহ ১৩ জন নিখোঁজ!
জাফরুল হাসান রুহান, বরগুনা প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদসহ ৭ সদস্যের একটি টহল দল ২০ ঘন্টা ধরে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় ইঞ্জিন চালিত একটি ট্রলারসহ নিখোঁজ রয়েছেন। গত ৩ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় লে. হারুন অর রশিদের নেতৃত্বে ৯ সদস্যের একটি টহল দল ওই ট্রলারটি নিয়ে পাথরঘাটা থেকে সুন্দরবন সংলগ্ন নদ নদীতে টহলের উদ্দেশ্যে ছেড়ে যায়।
পাথরঘাটা কন্টিনজেন্টের ল্যান্স কর্পোরাল হিরা শুক্রবার বিকেলে জানিয়েছেন, বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার পর টহল দলের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রলারটিতে ৪ জন স্থানীয় মাঝি ছিলেন বলে জানা গেছে। নিখোঁজ কোস্টগার্ড সদস্যরা হলেন, লে. হারুন অর রশিদ, পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মারফাত (পিও), ল্যান্স কর্পোরাল সজিব, কর্পোরাল শাহিন, মিজান, মামুন ও মুত্তাকিন। নিন্দ্রা ছকিনা আউটপোষ্টের কোস্টগার্ডের ২ সদস্যের নাম জানা যায়নি। স্থানীয় মাঝিরা হলেন, ইসমাইল, ছাইদুল ফিটার, জাকির অপর একজনের নাম জানা যায়নি।
নিখোঁজ টহল দলের খোজে ইতোমধ্যে মংলা থেকে একটি ডিফেন্ডার ষ্পীড বোড অভিযানে বের হয়েছে, এছাড়া পাথরঘাটা কন্টিনজেন্টের কর্পোরাল রানার নেতৃত্বেও একটি দল, কচিখালী আউটপোষ্টের একটি দল, পদ্মা আউটপোষ্টের একটি দল ও কলাপাডা কোস্টগার্ডের একটি দল তাদের খুজতে গতকাল শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা থেকে অভিযানে বের হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আবহাওয়া অফিস সাগরে ৩ নমবর সতর্ক সংকেতের কথা জানিয়েছেন। ৩ দিন ধরে সাগর উত্তাল রয়েছে। বৈরী আবহাওয়ায় কারণে খুজতে বের হওয়া অভিযান দলের তৎপরতা ব্যাহত হচ্ছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দে বলেন, আমরা এ ধরনের একটি খবর শুনেছি। তবে অফিসিয়ালভাবে আমাদের কাছে এ ধরনের কোন তথ্য নেই। তবে খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।