আগামী ২৭ মে ২০১২ সালের বাজেট অধিবেশন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামী ২৭ মে ২০১২ সালের বাজেট অধিবেশন। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় এ অধিবেশন বসবে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ২৭ মে রোববার বিকাল সাড়ে ৫টায় নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আহবান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী এ অধিবেশন ডেকেছেন।
এর আগে গত ২৯ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়।
সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। সে হিসেবে ২৮ মে’র মধ্যে বাজেট অধিবেশন শুরুর সাংবিধানিক বাধ্যবাধকতাও ছিল।