খালেদ হোসাইনের কবিতা (মায়ের জন্য কয়েক পংক্তি)
খালেদ হোসাইনঃ
১.
কী ছিল, মা, তোর?
রান্না ছিল সকাল-সন্ধ্যা
কান্না ছিল রজনিগন্ধা
অশ্রম্নভেজা ভোর।
আর
কী ছিল মা, তোর?
২.
মা, তোর চোখ ডাগর ছিল
অতলামিত্মক সাগর ছিল
জল-লবনের কথকতায়
ভালোবাসার হা-ঘর ছিল।
আর কী ছিল তোর?
কুমীর ও হাঙ্গর।
৩.
মা, তোর রং কালো ছিল
তিল না কালিজিরা
হর-হামেশা খোঁটা দিতো
ননদ-শাশুড়িরা।
জা, শাশুড়ি ননদ ছিল
আর কী ছিল তোর?
বুকে ব্যথা, মনে ব্যথা-
ঘরের ভেতর গোর।
৪.
না রে মা তোর দিন ছিল না;
রাতের পরে রাত
চুলোর গর্ভে লালচে আগুন
টগবগানো ভাত-
চুলো ছিল, কাজও ছিল
আর কী ছিল, বল?
ডাগর চোখে শিশিরকণা
আন্ধারে টলমল।