শাবিপ্রবির তিন বিভাগীয় প্রধানের পদত্যাগ
জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান অনুষদের তিন জন বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন। এই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আখতারুল ইসলাম চৌধুরীর কাছে ১৫ মে (মঙ্গলবার) বিকেলে তারা পদত্যাগপত্র জমা দেন।
অনুষদের শিক্ষকদের লাগাতার ধর্মঘটের কারণে দায়িত্ব পালনে বিব্রত বোধ করছেন বলে এই তিন শিক্ষক পদত্যাগপত্রে উল্লেখ করেন।
আখতারুল ইসলাম চৌধুরী বলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মোঃ আকতারুল ইসলাম, আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে তিনি নিজে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্র তিনটি বিশ্ববিদ্যালয় নিবন্ধকের কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানান আখতারুল।
গত ৩ মে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত মতে সামাজিক বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও ভৌত বিজ্ঞান অনুষদের প্রভাষকরা আড়াই বছরে সহকারী অধ্যাপক হবেন। কিন্তু ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্ষেত্রে এই সময়সীমা তিন বছর।
এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফলিত বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের প্রভাষকরা লাগাতার ধর্মঘটের ডাক দেন। এই অবস্থায় বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করতে বিব্রতবোধ করছেন বলে শিক্ষকরা তাদের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মোঃ ইশফাকুল হোসেন বলেন, তিনি বিষয়টি শুনেছেন তবে তার হাতে এখনও পদত্যাগপত্র আসেনি।