রাঙামাটিতে বোমা হামলাঃ আহত ৯ ছাত্র

রাঙামাটিতে বোমা হামলাঃ আহত ৯ ছাত্র

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ রাঙামাটি সদর উপজেলার কল্যাণপুর মুখ এলাকায় বোমা হামলায় পাহাড়ি ছাত্রপরিষদের নয়জন ছাত্র আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করেছেন। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
২০ মে  (রোববার) বিকেল পৌনে চারটার দিকে পাহাড়ি ছাত্রপরিষদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। আহত নয় ছাত্রকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাহাড়ি ছাত্রপরিষদের নেতা ফোদাংতাং রানদাল জানান, উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাহাড়ি ছাত্রপরিষদের ২০-২৫ জন ছাত্র কল্যাণপুর মুখের একটি পেট্রোলপাম্পে বন্ধুদের ফেরার জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি অটোরিকশা থেকে কে বা কারা, তাঁদের উদ্দেশে বোমা নিক্ষেপ করে। বোমাটি বিস্ফোরিত হয়ে নয়জন ছাত্র আহত হন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমা বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থলে তদন্তকাজ চালাচ্ছেন বলে জানা গেছে।

এসবিডি নিউজ ডেস্ক