বিশ্বের প্রথম প্যারাসুট ছাড়া ২ হাজার ৪শ’ ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে ভূমিতে নিরাপদ অবতরণ

বিশ্বের প্রথম প্যারাসুট ছাড়া ২ হাজার ৪শ’ ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে ভূমিতে নিরাপদ অবতরণ

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ বিশ্বের প্রথম স্কাইডাইভার হিসেবে যারাসুপ্ট ছাড়াই ৭৩১ মিটার বা ২ হাজার ৪শ’ ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে ভূমিতে নিরাপদ অবতরণ করলেন বৃটেনের এক স্টান্টম্যান। দুঃসাহসী এ স্টান্টম্যানের নাম গ্যারি কনারি (৪১)। বিশেষভাবে তৈরি একটি ‘উয়িং স্যুট’ পরেই হেলিকপ্টার থেকে সোজা ঝাঁপিয়ে পড়েন ভূমিতে রাখা কার্ডবোর্ড বাক্সের ক্র্যাশপ্যাডের ওপর। তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন।  ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে ১৮ হাজার কার্ডবোর্ডের বাক্স দিয়ে সাজানো রানওয়ের ওপর ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বা ৮০ মাইল বেগে অবতরণ করেন তিনি। শ্বাসরুদ্ধকর এ দৃশ্য দেখতে জড়ো হয়েছিলেন বহু উৎসুক মানুষ। এর আগে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ ও বন্ড-সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’ চলচ্চিত্রে স্টান্টম্যানের দায়িত্ব পালন করেছেন কনারি। নতুন এ অভিজ্ঞতাকে এককথায় ‘অসাধারণ’ বলে ব্যক্ত করেছেন তিনি। স্কাই নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবতরণটি বেশ আরামদায়ক ও মৃদু ছিল। আমার হিসাব নিঃসন্দেহে কাজ করেছে। আর সেজন্য আমি আনন্দিত। কনারির স্ত্রী ভিভিয়েন ছিলেন সবচেয়ে বেশি উৎকণ্ঠার মধ্যে। তিনি বললেন, আমি এখন দুশ্চিন্তামুক্ত।

সূত্রঃ  এনডিটিভি অনলাইন।

আন্তর্জাতিক ডেস্ক