আগামী ৩ জুন শেরপুরে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি
এসবিডি নিউজ24 ডট কমঃ শেরপুরে ১৭ মে বাস পোড়ানোর মামলায় বিএনপির নয় নেতা-কর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন দ্রুত বিচার আদালত। এর প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা শেরপুর জেলা শহরে কয়েকটি দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে। জেলা বিএনপি আগামী ৩ জুন (রোববার) শেরপুরে আধাবেলা হরতাল ডেকেছে।
৩১ মে (বৃহস্পতিবার) ভাঙচুরের সময় ইটপাটকেলের আঘাতে দুজন বিএনপি কর্মী আহত হন। আহতদের মধ্যে মো. আবুল মিয়াকে (৩০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বাস পোড়ানো মামলায় যাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবদুর রাজ্জাক, সদর থানা বিএনপির সভাপতি মো. ফজলুল হক, শহর বিএনপির সভাপতি ফজলুর রহমান, জেলা বিএনপি সদস্য মো. নূরে আলম, জেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও মো. আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান তালুকদার এবং জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপম।