ফাতেমা হক মুক্তা মনি’র কবিতা (আমার ভালোবাসা)
**ফাতেমা হক মুক্তা মনিঃ**
তোমাকে আজ আবার মনে পড়লো ।
হৃদয়ও মন্দীরে ভেসে উঠলো তোমার প্রতিচ্ছবি ।
খুব কাছ থেকে অনুভব করছিলাম,
যেন তোমার হাত ধরে বসে আছি অনেকটা সময় ।
… আমি তোমার স্পন্দন শুনতে পাচ্ছিলাম ।
আমি তোমার ভালোবাসা কে আজ আবার নতুন করে স্পর্শ করলাম ।
দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তেই, বুকের গভীরে আবার অনুভব করলাম
আমি তোমাকে সত্যিই ভালোবাসি ।
অনেক ভালোবাসি ।
খুব বেশি ভালোবাসি ।
আজ তুমি নেই, তবুও আমার ভালোবাসা তোমাকে বাঁচিয়ে রেখেছে
জীবিত আছে তোমাকে ঘিরে আমার সব অনুভূতি ।
তোমার মৃত্যুই তোমাকে বাঁচিয়ে রেখেছে আমার কাছে
তুমি দূরে চলে যাওয়াতেই তোমাকে কাছে রাখতে হয়েছে।
ভালোবাসা ক্ষণিকের জন্য না, চিরদিনের
তোমার প্রতি যে ভালোবাসা আমার আজন্মের।।
আর আমার প্রতি যে দায়বদ্ধ তা তোমার , সেটা সারা জিবনের।
আজ অনেক দিন পর আবার অনুভব করলাম
অবশিষ্ট যে দায়বদ্ধ তা তোমার , সেটুকু ।
দায়বদ্ধতা অদৃষ্ট সুতোই বাধা থাকে
আর ভালোবাসা ইথারে ভেসে বেড়ায় ।
দমকা হাওয়ার মত মাঝে মাঝে উড়িয়ে নিতে চায়
পাগলা ঢেউয়ের মত ভাসিয়ে দিয়ে যায় ।
আজ অনেক দিন পর আবার ভেসে গেলাম
আবার দমকা হাওয়াই এলোমেলো হলাম ।।
তাইতো আজ আবার নতুন করে আমার ভালোবাসা অনুভব করলাম
অনুভব করলাম আজও জীবিত আছে আমি ও আমার ভালোবাসা ।।