নওগাঁর সাপাহারে নারী অপহরন ও গণ ধর্ষন মামলার আসামী গ্রেফতার
আববাস আলী, নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর পোরশা উপজেলার চাঞ্চল্যকর আদিবাসী নারী অপহরণ ও গণ ধর্ষন মামলার এজাহার ভুক্ত আসামী সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন আল আজাদ কে সাপাহার থানা পুলিশ সদরের মানিকুড়া গ্রামে তার শ্বশুর বাড়ী হতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। মামলা সুত্রে জানা গেছে পোরশা উপজেলার দয়াহার গ্রামের এক আদিবাসী নারীকে পার্শ্ববর্তী সাপাহার উপজেলার চকগোপাল গ্রামের আসামী ১। মোঃ রেজাউল পিতা-দোস্তমোহাম্মাদ,২। মোঃ ইনু পিতা- আব্দুল হাই, ৩। মোঃ হারুন আল আজাদ পিতা- ডাঃ মজিবর রহমানগন গত ৭ জুলাই রাত্রি ৯টার দিকে অপহরন করে নিয়ে যায়। পরে তার লোকজন বহু খোজা খুজি করে ৭ দিন পরে তাকে উদ্ধার করে। এর পর ধর্ষিতা আদিবাসী নারী নিজে বাদি হয়ে পোরশা থানায় অপহরন ও গণ ধর্ষনের মামলা দায়ের করলে সাপাহার থানা পুলিশ গত ১৪ জুলাই দিবাগত রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করে। সেই সাথে আসামী গ্রেফতার করার সময় সরকারী কাজে পুলিশকে বাধা দেয়ায় তার শ্যলক মোঃ আরিফ পিতা মোঃ আয়ুব কে ও গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। রিপোর্ট লেখা পর্যন্ত অপর আসামীরা পলাতক ছিল। হারুন আল আজাদ এর বিরুদ্ধ সাপাহার থানায় একাধিক মামলা ও এলাকায় বিভিন্ন আইনশৃংখলা পরিপন্থি কাজ করায় তার নামে একাধিক সাধারণ ডায়রি লিপিবদ্ধ আছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানিয়েছেন।