জেবুননেসা হেলেনের কবিতা (একা লাগে…)
একা লাগেঃ
জেবুননেসা হেলেন
ঘুমতে যাবার সময়
একটা কোল…
আর একটা হাত খোজে মন ,
মাথায় বুলানোর জন্য |
একটা যন্ত্রনা হয় বুকের ভেতর –
কত কথা বলার ছিলো !
কোন ফাকে ব্যাস্ত জীবনের বাকে
বিস্মতও হয়ে যাই |
ওই পথ ! নাখালপাড়ার রেলগেটের পথ-
ধরে যেতে হয় আজ কাল প্রায় ই ;
ওই তো ওইখানে
অনেক স্বজনের সঙ্গে
কি নিশ্চিন্তে ঘুমিয়ে তুমি !
বলতো কত বছর ?
তুমি জানো না-
কত দিন ব্রিষ্টি হীন খরখরে চৈত্রে
তোমাকে ভেবে
এই ধরনীকে আমি
বিন্দু বিন্দু জলে ভিজিয়েছি |
এখন খুব একা লাগে …
তোমার কোলে মাথা রেখে
একটু বিশ্রাম নেবার সাধ জাগে |
অথচ গত সাইত্রিশ বছর তুমি
এতটাই নিরব !!
এখন আর স্বপনও বলে না কথা |
বড় একা, মাগো- বড় একা একা লাগে !