বাংলাদেশ আমরা এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে চাই যেখানে কোন সাম্প্রদায়িকতা থাকবে নাঃ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে এমন একটি পরিবেশ বজায় রাখতে চায়, যেখানে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান। এসময় প্রধানমন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ আমরা এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে চাই যেখানে কোন সাম্প্রদায়িকতা থাকবে না। যেখানে সব সময় সাম্প্রাদায়িক সম্প্রীতি বজায় থাকবে। শেখ হাসিনা বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা, প্রতিটি ধর্মের মানুষের জন্য তার ধর্মের অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষ যাতে তার নিজ নিজ অধিকার ভোগ এবং নিজ নিজ ধর্ম পালন যথাযথভাবে পালন করতে পারে, সে ব্যবস্থা করা। এবং কোনো সাম্প্রদায়িক সংঘাত যাতে এ দেশে কখনো স্থান না পায় তা নিশ্চিত করার জন্য এই সরকার কাজ করে যাচ্ছে।