ওবায়েদ আকাশ এর কবিতা (নক্ষত্রপতন শব্দটি)
কী বিশাল ব্যক্তিত্ব এই গাছের!
অনেক উঁচুকে সে স্পর্শ করেছে
যেন আকাশকে স্পর্শ করেছে সম্পূর্ণ স্বতন্ত্র অভিব্যক্তি
দীর্ঘকাল অমানুষিক সেবাযতেড়ব এই ব্যক্তিত্বকে
বড় হতে দেখেছে সকলে :
নির্ঘুম, ধূমপান, নেশা-ভাঙের মতো বদাভ্যাস থেকে
নিবৃত্ত করতে কত দিন কত রাত তাকে
বেত্রাঘাত, ইলেকট্রিক শকের মতো শাসিত্ম দিতে হয়েছে
এখন সে নেচেকুদে আকাশের দিকে ছুটছে
সে এখন নিজ খরচায় কনডম কিনে বেশ্যাবাড়ি যায়
এছাড়া টুথব্রাশ, নেলকাটার, রেজার, শ্যাম্পুর মতো
উপকরণহীন তাকে তো ভাবাই যায় না
সে এখন নক্ষত্রের দিকে ছুটছে আর
ঝড় উঠছে পশ্চিম আকাশে-
ভোরবেলায় বার্তা এলো যে- কতিপয় নক্ষত্র নাকি
মরে পড়ে আছে বিরাণ আকাশের তলে