বগুড়ার শেরপুরে বাড়ির প্রধান ফটকের সানসেট ভাঙ্গনঃ নিহত ১, গুরুতর আহত ৫ শিশু
চপল সাহা বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার শেরপুর পৌরশহরে নির্মাণাধীন বাড়ির প্রধান ফটকের ওপর তৈরী সানসেট ভেঙে এক শিশু কন্যা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ শিশু আহত হয়েছে। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পৌরশহরের স্যানালপাড়াস্থ উপজেলা উপ-সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা শফিকুল ইসলাম দুলালের নির্মাণাধীন বাড়ির প্রধান ফটকের নিচে বসে শিশুরা খেলা করছিল। অপরদিকে নবনির্মিত ফটকের সানসেটের ওপর ওঠে আরেকজন শিশুও অনুরুপভাবে খেলা করছিল। এসময় হঠাৎ সানসেটটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রতিবেশি মহসিন আলীর শিশু কন্যা মোহিনী (৫) নিহত হয়। এ ঘটনায় প্রতিবেশি মোজাম্মেল হোসেনের ছেলে পান্ত রেজা (৪), দক্ষিণসাহা পাড়ার পরেশ চন্দ্র সরকারের ছেলে গোপাল চন্দ্র সরকার (৯) ও পরিতোষ সরকারের ছেলে প্রণব সরকার (৯) সহ আরো ২ জন আহন হন। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রতিবেশী রবিন, রুপম, রনজিত জানান, আহত শিশুদের মধ্যে পান্ত রেজা বাদে অপর ২জন লেখাপড়া করে। তবে তারা কোন স্কুলে বা কোন শ্রেণীতে লেখাপড়া করে সে বিষয়টি নিশ্চিত করতে পারেন নি।
এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।