বুয়েটে ভর্তিপ্রক্রিয়া শুরু করতে হাইকোর্টের নির্দেশ

বুয়েটে ভর্তিপ্রক্রিয়া শুরু করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলতি বর্ষের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া অবিলম্বে শুরু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৪ আগষ্ট (মঙ্গলবার) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই আদালত বুয়েটের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছিলেন। একই সঙ্গে রুলও জারি করেন। ভর্তিপ্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে একটি সম্পূরক আবেদন করেন রিট আবেদনকারী। আজ এ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিট আবেদনকারী ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন। বুয়েটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্ট অবিলম্বে বুয়েটে ভর্তির প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন। বুয়েটের উপাচার্য, ডিন, একাডেমিক কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে। ফলে স্বাভাবিক নিয়মেই ভর্তির কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, গত ১৯ জুলাই ইউনুস আলী আকন্দ জনস্বার্থে রিট আবেদনটি করেন। আবেদনে ১০ জুলাই ৪৪ দিনের জন্য এ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসংক্রান্ত উপাচার্যের আদেশ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আরজি জানানো হয়। রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত বুয়েট ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিতে আবেদন করা হয়। এ ছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশেও বিবাদীদের প্রতি নির্দেশ দেয়ার আরজি জানানো হয়।

নিজস্ব প্রতিনিধি