নওগাঁয় ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আববাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁ আত্রাই উপজেলার হাটুরিয়া দক্ষিন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে লিফলেট ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ।

১৪ আগষ্ট (মঙ্গলবার) ডাব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংগঠন প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এর আয়োজন করে। প্রজন্মের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সোবহান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান, ভাইস চেয়ারম্যান লাকী পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দীন মন্ডল, ইউপি সদস্য আফজাল হোসেন, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক সাংবাদিক রায়হান আলম, প্রজন্মের সাধারন সম্পাদক তাহেরা এনায়েত করিম, মাতৃছায়ার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম সাথী, প্রজন্মের কো-অডিনেটর নাজমুল হক সেন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা মাদকের করাল গ্রাস হতে সমাজকে রক্ষা করতে হলে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন।

এসবিডি নিউজ ডেস্ক