নওগাঁর মহাদেবপুরে ডাকাতি
আববাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর মহাদেবপুরে ১৬ আগষ্ট (বৃহস্পতিবার) ভোর রাতে ডাকাতি করার সময় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার বাগধানা সুদেবপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ডাকাত সরদার ইসরাইল হোসেন (৪৫), একই জেলার শিবগঞ্জ উপজেলার সাররশিয়া মনকশা গ্রামের মৃত সেতার উদ্দিনের ছেলে সুধির পাহান (৪০) ও মহাদেবপুর উপজেলার সুজাইলহাট মাদিশহর গ্রামের মৃত তিলক চাঁনের ছেলে আবুল হোসেন (৫০)।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা সদরের কলেজ পাড়ার মৃত কাঁচু বাবুর বাড়িতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির জন্য ভোর রাতে বাড়ির মেইন গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। বাড়ির লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে মোবাইলে মহাদেবপুর থানাকে অবহিত করলে ওসি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে ডাকাতদল তাদের কাছে থাকা ককটেল পুলিশকে লক্ষ্য করে ছুড়তে গেলে ককটেলটি সেখানেই বিস্ফোরন হয়ে তিন ডাকাত গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে গ্রেফতার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা হয়েছে।