প্রণব মজুমদার এর কবিতা (আপন পর)
>>>আপন পরঃ
***প্রণব মজুমদার***
যাদের আমি ভাবি আপন
আমায় তারা ভাবে পর,
হৃদয় জুড়ে কষ্ট আমার
কার ওপরে রাখবো ভর ?
কার ওপরে রাখবো ভর ?
ভালবাসার জন্য ভাবি
মানুষ আপন টাকা পর
এ জীবনের সারাবেলায়
কোনটা বাহির, কোনটা ঘর ?
স্বার্থের এই সংসারে আজ
তুমি আপন, আমি পর
সত্যিকারের ভালবাসায়
অভাব দেখি সচরাচর
জীবনের এই খেলাঘরে
আমার যখন মূল্য নেই
তোমার যাদের মিত্র বলো
তাদের সঙ্গে আড়ি দেই।