আবারও শীর্ষে সাকিব
রুপম হালদার, এসবিডি নিউজ24 ডট কমঃ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের স্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে হটিয়ে পুনরায় নিজের সিংহাসন দখল করলেন বাঁহাতি এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ের তালিকায় সবার ওপরে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ৪০৪ পয়েন্ট নিয়ে টেস্টের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সাকিব। তার পরই রয়েছেন জ্যাক ক্যালিস। প্রোটিয়াস এই অলরাউন্ডারের পয়েন্ট ৩৯০। এছাড়া তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৩৩৪ পয়েন্ট), চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি (৩২০ পয়েন্ট) ও ২১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্র্রড। টেস্টের পাশাপাশি ওয়ানডেও এক নম্বর অলরাউন্ডার সাকিব। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ভারতের আইপিএল মাতানো ক্রিকেটার অংশ নেননি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। সামান্য চোট সমস্যা থাকায় জাতীয় দলের ফিজিও’র পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেন কলকাতা নাইটরাইডার্সের এই ক্রিকেটার। এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানের তালিকায় সবার আগে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তার পয়েন্ট ৮৯২। এরপর যথাক্রমে তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা (৮৬৯ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল (৮২৯ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৮২২ পয়েন্ট) ও স্বদেশী এবিডি ভিলিয়ার্স (৮০৬)। এছাড়া ৮৮১ পয়েন্ট নিয়ে টেস্টের শীর্ষ বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। দ্বিতীয় স্থানে রয়েছেন স্বদেশী ভারনন ফিল্যান্ডার (৮৫২ পয়েন্ট)। ৮৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের সাঈদ আজমল। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ আছেন চতুর্থ স্থানে। তার পয়েন্ট ৭৮২। আর ৭৬১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।