ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাবি আর নেই!
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাবি ব্রাসেলসের একটি হাসপাতালে চিকিৎসাধনি অবস্থায় মারা গেছেন, যিনি পরিচিত ছিলেন ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে’ পশ্চিমের একজন মিত্র হিসাবে।
ইথিওপিয়া সরকারের মুখপাত্র ও মেলেসের অন্যতম সহযোগী বেরেকেট সিমন মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, “গতরাতে প্রধানমন্ত্রী মারা গেছেন। আমরা তার মরদেহ দেশে আাসর অপেক্ষায় আছি।”
উপপ্রধানমন্ত্রী হেইলেমারিয়াম দেসালেজনস শিগগিরই অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়।
১৯৯১ সালে মেঙ্গিসটু হাইলে মারিয়ামের সামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা নেন সাবেক গেরিলা নেতা মেলেস জেনাবি। এর পরের বছরগুলোতে আফ্রিকায় একজন প্রভাবশালী রাজনীতিবিদে পরিণত হন তিনি। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইথিওপিয়াকে ভাল অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কৃতিত্ব তাকেই দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে জেনাবি দুইবার সোমালিয়ায় বিদ্রোহ দমনে সেনা পাঠান।
গত জুলাই মাসে রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে মেলেস জেনাবি অনুপস্থিত থাকলে তার গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। সে সময় ইথিওপিয়া সরকার জানিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী কিছুদিন ছুটিতে থাকবেন।
সূত্রঃ বিবিসি অনলাইন।