পাকিস্তানে ভয়াবহ বন্যা ।। নিহত ৩০
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি অংশে ভারী বর্ষণ ও বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধে গতকাল ২৩ আগষ্ট (বৃহস্পতিবার) কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। পিটিআইয়ের বরাত দিয়ে আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, নিহত লোকজনের অধিকাংশই খাইবার পাখতুনখাওয়া প্রদেশ ও পাকিস্তানের কাশ্মীর অংশের অধিবাসী। বন্যায় এসব এলাকায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভেসে গেছে বহু ঘর বাড়ি ও দোকানপাট। প্লাবিত হয়েছে অনেক কৃষিজমি। এ ছাড়া পানির তোড়ে গবাদি পশুও ভেসে গেছে। রাওয়ালপিন্ডিতে ভারী বর্ষণের কারণে নৌসেরা এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উপজাতি-অধ্যুষিত বাজাউর এলাকাও ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে জাতীয় দুর্যোগ-ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।