আফগানিস্তানে পাকিস্তানি পত্রিকা নিষিদ্ধ
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ তালেবানকে সমর্থন দেয়ার অভিযোগে পাকিস্তানের সব সংবাদপত্রের আফগানিস্তানে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে আফগান সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ২২ সেপ্টেম্বর (শনিবার) এ কথা জানানো হয়েছে। ওই আদেশে বলা হয়, ‘তালেবান মুখপাত্রদের উদ্দেশ্যমূলকভাবে প্রচারের হাতিয়ার’ হিসেবে ব্যবহূত হচ্ছে পাকিস্তানের সংবাদপত্রগুলো। তাই পূর্ব আফগানিস্তান পুলিশকে পাকিস্তানি সব পত্রিকার কপি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।’ এ ঘটনায় দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়বে বলে মনে করা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই আদেশে বিশেষভাবে জোর দেয়া হয়েছে ব্যস্ত সীমান্ত এলাকা তোরখাম প্রদেশে পত্রিকা বিলি বন্ধের ওপর। পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার, কোনার ও নুরিস্তানে সব ধরনের পাকিস্তানি পত্রিকা জব্দ করার নির্দেশও দেয়া হয়েছে। পত্রিকা প্রবেশে নিষেধাজ্ঞার কারণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি পত্রিকাগুলোতে সত্য বিষয় প্রকাশিত হচ্ছে না। এতে পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।