জীবন ও সিগারেট…

জীবন ও সিগারেট…

***জীবন ও সিগারেট***
~~~~~~~~~~
///সাইফুল ইসলাম খাঁন///

——————————————————————————————————————————————————————————–

ধুলোমাখা অন্তহীন জীবনের ক্ষণ সীমা
যেন সিগারেটের এক টান, দু টান…শেষ টান।

অবেলা সারা বেলা
ইচ্ছে গুলো বাঁধনহারা।

বাঁধনহারা নাগরিক পথে
তুমি আমি, আমি আপনি।

ধৈর্যের পন্থা আজ নির্বাক
নিজের অনৈতিকতায় নিজেই অবাক।

ভেবে পাই, খুঁজে পাই
আজকের হৃদয়হীন নগরে
আমি তুমি, তুমি আপনি।

অপেক্ষার গালিচায় আশা গুলো অপেক্ষিত
সাথে আগুন্তক যান্ত্রিক বয়ে চলা
নিরুদ্দেশ আপেক্ষিক বহমান জীবন পট।

এইতো আমরা মানুষ
আমাদের ছুটে চলা।

ছুটে চলে গাড়ী, রেল, রিক্সা, ইঞ্জিন
ছুটে চলি__
আপনি আমি, তুমি আপনি।

শিকল পড়ানো ইচ্ছের শেকড়
আজ নির্বাসিত
ঠিক নিভন্ত সিগারেটের মতই!

 

অতিথি লেখক