ক্র্যাব’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাঃ দাবা খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দাবা খেলা সম্পন্ন হয়েছে। ৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ক্র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত দাবা খেলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক সকালের খবর’র নিজস্ব প্রতিবেদক নুরুজ্জামান লাবু, রানার আপ হয়েছেন দৈনিক প্রথম আলো’র গোলাম মর্তুজা অন্তু এবং তৃতীয় স্থান অর্জন করেছেন টাইমওয়ার্ল্ড ২৪ ডটকম’র সিনিয়র রিপোর্টার (ক্রাইম)। আগামীকাল বুধবার থেকে ক্যারম ও ব্রিজ খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ৪ অক্টোবর সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের(ক্র্যাব) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। ক্র্যাব সভাপতি আখতারুজ্জামান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক মোখলেছুর রহমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার আব্দুল জলিল মন্ডল, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সফিকুজ্জামান, পুলিশ সদর দপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল আহছান, র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইং’র পরিচালক কমান্ডার এম. সোহায়েল, ডিএমপির উপ কমিশনার মাসুদুর রহমান, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ক্র্যাব সহ-সভাপতি মনজুরুল বাবী নয়ন, সাধারণ সম্পাদক ইসারফ হোসেন ইসা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ সরকার, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী ও ক্র্যাব’র কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন ক্র্যাব’র যুগ্ম সম্পাদক কামরুজ্জামান খান।