খালেদ হোসাইন এর কবিতা (দুর্গা)
***দুর্গা***
>>>খালেদ হোসাইনঃ>>>
এই দেশ ভালো বেশ
নদীনালা আর বন
বারো মাসে বৎসর
তাতে তের পার্বণ।
শরতে তো মজা ভারি
শহরে কি দূর গাঁয়
অকাশ বাতাস কার
আগমনী সুর গায়?
কার সুর? কার সুর?
পার্বতী-কন্যার!
তা-নাহলে বলা যায়
আনন্দ-বন্যার।
চারিদিকে দুর্যোগ
দুর্গতি সয় কার?
দুর্গতিনাশিনীর
তাই জয়-জয়কার!
আন্ধার চরাচরে
দুর্গা যে ভাস্কর
অন্যায় অবিচার
মা গো তুই নাশ কর।