আফগানিস্তানে বোমা হামলাঃ নিহত ১৮, আহত ১৫
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ উত্তর আফগানিস্তানে একদল বরযাত্রীর গাড়িতে বোমা হামলায় ২০ অক্টোবর (শনিবার) কমপক্ষে ১৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বিবিসির খবরে বলা হয়, বলখ প্রদেশের দৌলতাবাদে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বরযাত্রীদের মাইক্রোবাসে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এই হামলা চালানো হয়। প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যারা সাধারণ মানুষের চলাচলের পথে বোমা পেতে রাখে, তারা মানবতার শত্রু।’ শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে মিনিবাসটি লক্ষ্যবস্তু করেই ওই হামলা পরিচালিত হয়েছিল কি না তা এখনো পরিষ্কার নয়। দৌলতাবাদ জেলার পুলিশ কর্মকর্তা বিসমুল্লাহ মুসলিমিয়ার বলেন, হামলায় ছয় শিশু ও সাতজন নারী মরা গেছেন। তবে ওই গাড়িতে বর বা কনে ছিলেন না। বলখের মাজার-ই-শরিফের হাসপাতালে আহত ব্যক্তিদের পরিচর্যায় নিয়োজিত সার্জন দাউদ রুস্তেই জানান, তাদের বেশির ভাগেরই অবস্থা গুরুতর। কেউ কেউ কম আহত হলেও কারও কারও জখম খুব গভীর। তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে। বিবিসির খবরে বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে উত্তর আফগানিস্তান বেশি নিরাপদ। কিন্তু গত কয়েক বছরে বলখে তালেবানদের তত্পরতা বেড়েছে। ওই এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর শক্তি বাড়ানো হলেও সাম্প্রতিক সন্ত্রাসী তত্পরতা মোকাবিলার জন্য তা যথেষ্ট নয়।