ফাতেমা হক মুক্তা-মনি’র কবিতা (মহাসপ্তমী)
>>>ফাতেমা হক মুক্তা-মনিঃ>>>
মহাসপ্তমী আজ ।
মনে পড়ে, ঠিক এমনই একটা দিনে
আমাদের শেষ দেখা হয়েছিল ?
অষ্টমীতে কুমারী পূজোয় আবার দেখা হবে বলে
সেই যে তুমি গেলে, আর এলে না।
সে অনেক দিন আগের কথা;
সহস্র শতাব্দী বা তারও বেশি ।
সহস্র শতাব্দী বা তারও বেশি ।
সেদিন তুমি এমনটি না করলেও পারতে ,
বেলী ফুলের মালা হাতে সপ্তমীতে
আজও আমি তোমাকে খুঁজি
সারাদিন মন্দীরে মন্দীরে অপেক্ষা করি ।
দশমীতে প্রতীমা বিসর্জনে
গঙ্গায় তোমার মালা ভাসিয়ে দেই
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আরাধনা করি ,
প্রতিক্ষায় থাকি আরেকটি সপ্তমীর,
অপেক্ষা করতে থাকি , আর একটি জনমের ।।