বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা পূজা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ২৪ অক্টোবর (বুধবার) মর্ত্যের পিতৃগৃহ ছেড়ে স্বামীগৃহ কৈলাশে ফিরে গেলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। সন্ধ্যায় সারা দেশে শান্তিপূর্ণভাবে দেবীকে বিসর্জন দেন ভক্তরা।
বিজয়া দশমী উপলক্ষে আজ বুধবার ছিল সরকারি ছুটি। রাজধানীতে বিসর্জনের বৃহৎ র্যালিটি বের হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিকাল চারটায়। বর্ণাঢ্য শোভাসহ বিভিন্ন মন্ডপের প্রতিমা নিয়ে ভক্তরা বুড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাটে বিসর্জন দেন। প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে ওই এলাকায় বাড়তি নিরাপত্তা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন মন্ডপ থেকেও প্রায় কাছাকাছি সময়ে শোভাযাত্রা শুরু হয়।
হিন্দু শাস্ত্র মতে, দশভূজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তলোকে আসেন। সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী, সরস্বতী আর দুই ছেলে গণেশ ও কার্তিক। হিন্দু পঞ্জিকা মতে, এবার দেবী এসেছেন গজে (হাতি) চড়ে, যাবেন দোলায় (নৌকায়)।