নারীদের হৃদরোগের ঝুঁকি বেশি
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ফরাসি চিকিত্সকরা সম্প্রতি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত নারীরা সাধারণত চিকিত্সকের সাহায্য নেন দেরি করে। তুলনামূলকভাবে পুরুষরা এ ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান। ফলে হূদরোগে আক্রান্ত রোগীর মধ্যে নারীদের মৃত্যুহার বেশি। যদিও নারীদের চেয়ে পুরুষরা হূদরোগে বেশি আক্রান্ত হন বলে চিকিত্সকরা জানান। ফ্রান্সের রেনেসের সেন্ট্রাল হসপিটালিয়া ইউনিভার্সিটারিয়ার চিকিত্সক ডা. গুইলামি লরেন্ত বলেন, ব্রিত্তানির প্রায় পাঁচ হাজার হূদরোগীর ওপর গবেষণা করে দেখা গেছে এ রোগে আক্রান্ত নারীরা অ্যাম্বুলেন্সকে খবর দেন অনেক পড়ে। এর ফলে হাসপাতালে নেয়ার পর যেখানে পুরুষ হৃদরোগীদের মধ্যে মাত্র চার শতাংশ মারা যান, সেখানে নারীদের মৃত্যুহার নয় শতাংশ। গবেষণায় অংশ নেয়া নারীর সংখ্যা ১১৭৪ জন, যাদের বয়স গড়ে ৬৯ বছর। আর পুরুষ রোগীদের বয়স ৬১ বছর। মূলত হূদরোগে আক্রান্ত নারীদের বেশিরভাগই মনে করেন, এ রোগে শুধু পুরুষরাই আক্রান্ত হন। যদিও এই পুরনো ধারণাটি আংশিক সত্য।
সূত্রঃ ডেইলি মেইল।