আমরা মহাজোটে গিয়ে ভুল করেছিঃ এরশাদ
সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রংপুরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা মহাজোটে গিয়ে ভুল করেছি। আমরা লাভবান হইনি বরং ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন এ পরিস্থিতির মধ্য দিয়ে বেরিয়ে আসতে হবে। তিনি রাতে রংপুর রিপোর্টাস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
এরশাদ বলেন, জমি দখল বাড়ি দখলসহ সব দখল হচ্ছে চারিদিকে দূর্নীতি গ্রাস করেছে। এমন অরাজকতা অবস্থায় দেশের মানুষ বাস করবে কিভাবে। আমি কোর্ট স¤পর্কে কোনো মন্তব্য করতে চাই না দেশের মানুষ এ সম্পর্কে সবই জানে। দেশের আইনশৃঙ্খলার এত অবনতি আর অনিশ্চয়তা আমাদের সামনে যা বলার মতো নয়। দেশের মানুষের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা চরম অনিশ্চয়তার মধ্যে পতিত হয়েছে দেশ। আগামী নির্বাচন হবে কি না, তা নিয়ে জনগনের মাঝে সংশয় সৃষ্টি হয়েছে। সংঘাতের দিকে ধাবিত হচ্ছে দেশ। এরশাদ বলেন, সংসদে একদল যায় আর একদল যায় না। এক দলীয় সংসদে পরিণত হয়েছে জাতীয় সংসদ। এভাবে দেশ চলতে পারে না পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, টাঙ্গাইলের ঘাটাইলের জাতীয় সংসদের উপর নির্বাচনে প্রার্থী দিয়েছি। সেখানে আমাদের প্রার্থী মারা যাওয়ার পর উপনির্বাচন হচ্ছে। আমরা ওই আসনে জয়লাভ করব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।