বাংলাদেশে আবার চালু হচ্ছে ইউটিউব!
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ বাংলাদেশে রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে এমন ভিডিও দেখার সুযোগ গুগল বন্ধ করে দেবে। এ ছাড়া বিকল্প সার্ভারের মাধ্যমে ও বিশেষ প্রক্রিয়ায় এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসির নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে আবার ইউটিউব চালু করতে আগ্রহী গুগল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানান, ওই শর্তে আগামী ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ইউটিউব খুলে দেয়া যেতে পারে। তিনি বলেন, আলাদা সার্ভার থাকলে সহজে নিয়ন্ত্রণের মাধ্যমে যেকোনো ‘আপত্তিকর’ ভিডিও দেখার সুযোগ বন্ধ করে দিয়ে দেশে ইউটিউব চালানো সম্ভব। কয়েকটি দেশে গুগল এভাবে আলাদা সার্ভার দিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিভিন্ন মুসলিম দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ইসলাম ও হজরত মোহাম্মদ (স.) কে অবমাননা করে নির্মিত ওই চলচ্চিত্রের ভিডিও সরিয়ে নিতে গুগলকে চিঠি দেয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ইউটিউবের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি। পরে গত ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ ‘আপত্তিকর’ ভিডিও সরালে যেকোনো মুহূর্তে ইউটিউব খুলে দেয়ার কথা জানান।