রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমবে
রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ডিসেম্বরের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারির আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য দেয়া হয়। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ নভেম্বর (সোমবার) এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমবে। নভেম্বর মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী ডিসেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমবে। ডিসেম্বরের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বইতে। এ ছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।