যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে আরেকটি উপকূলীয় ঝড়ের আশঙ্কা
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ স্যান্ডির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে আরেকটি উপকূলীয় ঝড় আঘাত হানতে যাচ্ছে। এতে প্রচণ্ড দমকা বাতাস ও বৃষ্টির সঙ্গে বন্যা দেখা দিতে পারে। বিদ্যুত্সংকট ঘটার আশঙ্কা রয়েছে। ৬ নভেম্বর (মঙ্গলবার) ‘টাইসম অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়। নতুন এই ঝড় কখন, কোথায় আঘাত হানবে—এ ব্যাপারে নিশ্চিতভাবে এখনো জানা যায়নি। তবে এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ মাইল হতে পারে।
জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, দুর্ভাগ্যজনকভাবে আগামী সপ্তাহের পরের দিকে ভয়াবহ উপকূলীয় ঝড় আঘাত হানতে পারে। তবে উত্তর-পূর্বাঞ্চলে কখন, কীভাবে এটি আঘাত হানবে—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানায়, নতুন এই ঝড় স্যান্ডির মতো বা স্যান্ডির চেয়ে ভয়াবহ হতে পারে। এতে নিউইয়র্ক সিটি ও নিউ ইংল্যান্ড অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া ভার্জিনিয়া থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত তুষারপাত হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি স্যান্ডির আঘাতে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে পৌঁছেছে। এর বাইরে কানাডায় দুজন ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৬৭ জন নিহত হয়।