পোষা প্রাণী থেকেও নিরাপদ থাকতে শিশুদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পোষা জন্তু থেকে কিভাবে নিরাপদ থাকা যায়, সে ব্যাপারে শিশুদের বিশেষ শিক্ষা দেয়া প্রয়োজন বলে মনে করে ব্রিটেনের একটি পশুবিষয়ক চ্যারিটি সংস্থা। সংস্থাটি জানিয়েছে, ব্রিটেনে এই মুহূর্তে ১.৩ মিলিয়ন পোষা কুকুর রয়েছে, যাদের আচরণে বেশ সমস্যা রয়েছে। এসব কুকুর বহু সময়ই অবাধ্য এবং ভয়ঙ্কর আচরণ করে থাকে। যেসব পোষা জন্তুকে প্রাথমিক বয়সে সামাজিকীকরণ কিংবা বাধ্য হবার প্রশিক্ষণ দেয়া সম্ভব হয় না, পরবর্তীতে তারাই বিপজ্জনক হয়ে উঠতে পারে। সংস্থাটি জানিয়েছে, ৩০ শতাংশ কুকুর-মালিক জানিয়েছেন, তারা কোনো না কোনো সময় কুকরের কামড় খেয়েছেন কিংবা কুকুর কর্তৃক আক্রান্ত হয়েছেন।