ফেসবুক ব্যবহার ভয়াবহ আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছে!
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ যে সব মানুষ ফেসবুকে বেশি সময় কাটায় তাদের অধিকাংশই ব্যক্তিগত জীবনে অসুখী। ফেসবুক ব্যবহারকারী মেয়েদের একটি বড় অংশ একই সমস্যায় ভুগছে। সম্প্রতি ফেসবুক সম্পর্কে একটি জরিপে এই তথ্য জানানো হয়। জরিপটি চালানো হয় সুইডেনে। জরিপে দেখা যায়, নিম্নবিত্ত, স্বল্প-শিক্ষিত শ্রেণীর যে মানুষগুলো ফেসবুকে বেশি সময় কাটায় তাদের প্রায় সবাই ব্যক্তিগত জীবনে অসুখী। এর মধ্যে মেয়েরা কেউই তাদের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে সুখী নন! ফেসবুকে সময় দেয়াটা মানুষের প্রাত্যহিক জীবনের একটি নিয়মিত অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৮৫% ব্যক্তি জানায় তারা প্রতিদিনের রুটিনে একটা সময় রাখে ফেসবুকের জন্য।
জরিপ থেকে জানা যায়, তরুণদের কাছে ফেসবুক প্রাত্যহিক অভ্যাস এবং সময় ব্যয়ের একটা মাধ্যম মাত্র। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের জন্য এটি একে অন্যকে জানার মাধ্যম। জরিপে অংশ নেয়া অর্ধেক সংখ্যক মানুষ জানায় তারা ফেসবুক ছাড়া চলার কথা চিন্তাও করতে পারে না। এক চতুর্থাংশের মতামত তারা নিয়মিত ফেসবুকে ‘লগ ইন’ করতে না পারলে অসুস্থ বোধ করে। জরিপের তথ্য অনুযায়ী, মহিলারা গড়ে দিনের প্রায় ৮১ মিনিট এবং পুরুষেরা ৬৪ মিনিট সময় ফেসবুকে ব্যয় করে। পুরুষ সদস্যদের এক তৃতীয়াংশ জানায়, তারা ফেসবুকে অন্যকে বিরক্ত করে থাকে। আর এক চতুর্থাংশ অংশগ্রহণকারী জানায়, তারা গর্ব প্রকাশ করার জন্য ফেসবুক ব্যবহার করে থাকে! আর মহিলারা ফেসবুকে তাদের আবেগ এবং সম্পর্ক বিষয়ে লিখেন বেশী।
গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র লেইফ ডেন্টি তার ডক্টরেট পেপার হিসেবে এই জরিপ চালিয়েছেন। তিনি জানান, অবচেতন ভাবেই মানুষ ফেসবুক ব্যবহারকে তার অভ্যাসে পরিণত করেছে। প্রতিবার ব্রাউজার খুললেই তাই তারা ফেসবুক নিয়ে বসে পড়ে। ধীরে ধীরে এটি একটি ভয়াবহ আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। গত জুন থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত সুইডেনের ১৮ থেকে ৭৩ বছর বয়সী প্রায় ১,০০০ জন মানুষের উপর এ জরীপ চালানো হয়েছিল।