নওগাঁয় ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধনের দাবীতে মানববন্ধন
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি এর উদ্যোগে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধনের দাবীতে মানববন্ধন পালন করা করেছে। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে ঘন্টাকাল ব্যাপী শহরের মুক্তিরমোড়ে প্রধান সড়কের পাশে তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন ও বেসরকারী সংস্থা এসিডির উদ্যোগে এই মানব মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে এসিডির এ্যাডভোকেসি অফিসার পারভেজ আহমেদ পাপেল, কমিউনিটি মোবিলাইজার তারেক আর রহমান, বেসরকারী সংগঠন আশ্রয় সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আলো দাশ, ছাত্রদলের সভাপতি জুলহাজুর রশিদ অপু প্রমুখ বক্তব্য রাখেন।।
বক্তারা বলেন, পাবলিক পে¬স ও পরিবহনে ধূমপান করার ফলে প্রতি বছর আমাদের দেশে প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ পরোক্ষ ধুমপানের স্বীকার হচ্ছেন। এছাড়া প্রতি বছর প্রায় ৫৭ হাজার লোক মারা যায়, ৩ লক্ষ ৮২ হাজারের বেশি লোক পঙ্গুত্ববরণ করে এবং ১১ হাজার কোটি টাকা রোগের চিকিৎসা বাবদ খরচ হয়। তাই সংশোধিত তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন নারী পুরুষ অংশনেন।