এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেইঃ মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, ‘সর্প আপনারা, আপনারাই দংশন করে পুরো দেশকে নীল করে ফেলেছেন। এখন ওঝা হয়ে ঝাড়ার চেষ্টা করছেন।’ ১২ নভেম্বর (সোমবার) বিকেল চারটার দিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের গণমিছিল কর্মসূচি শুরুর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনদুর্ভোগের প্রতিবাদে ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন করেছে ১৮-দলীয় জোট। মির্জা ফখরুল বলেন, তেল, গ্যাস, বিদ্যুত্সহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বারবার বাড়ছে। জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কিন্তু তাদের মাঠেই নামতে দেয়া হচ্ছে না। শান্তিপূর্ণ কোনো কর্মসূচি করতে দেয়া হয় না। তিনি সরকারের কাছে জানতে চান, কোন আইনে এটি করা হচ্ছে।
সংক্ষিপ্ত সমাবেশের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। এতে জোটের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি কাকরাইল, মৌচাক হয়ে মগবাজার মোড়ে এসে শেষ হয়। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। মিছিলটি মগবাজারের সেঞ্চুরি আর্কেডের সামনে এলে যানজটের কারণে তা আটকা পড়ে। প্রায় আট-দশ মিনিট মিছিলটি এখানে আটকে থাকে। পরে মগবাজার মোড়ে এসে মিছিলটি শেষ হয়।