লুতফুন নাহার লতা’র কবিতা (আমার সুন্দর)
***আমার সুন্দর***
>>>লুতফুন নাহার লতাঃ>>>
————————————————————————————————————————————————
কেন বারে বারে ডাকি !
ডেকে ডেকে ক্লান্ত হয়ে নিরব নিথর হয়ে যাই
সময় বহে যায়
বেদনারা বশ মেনে বিবশ হয়ে যায় ।
অশ্র“র প্লাবন কখন হয়ে যায় দূর নক্ষত্রের ছায়াপথ
ওই পথে গেছে ভেসে আমার সুন্দর
ওই পথে দূরে সরে গেছে তোমার আঙিনা
ওই পথে আপন হয়েছে পর ।
তবু বারে বারে ডাকি ……
ডেকে ডেকে আÍঘাতী ওড়নায় ঢাকি মুখ ।
বেদনা পিছল পথে তবু হেটে যাই নীল জোছনায়
নিরির্থক কসরত করে যাই যাপিত জীবনের ।।