চির নিদ্রায় শিবসেনা প্রধান বাল থ্যাকারে
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ভারতের শিবসেনা প্রধান বাল থ্যাকারে মারা গেছেন। ১৭ নভেম্বর (শনিবার) বিকেল সাড়ে তিনটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিবসেনা প্রধানের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর৷
এদিকে থ্যাকারের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে মুম্বাইজুড়ে৷ মাতুশ্রীর সামনে মানুষের ঢল দেখা গিয়েছে৷ থ্যাকারেকে শেষ দেখা দেখতে আসছেন অসংখ্য মানুষ৷ আসছেন দলীয় নেতা-কর্মীরাও৷ কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে মাতুশ্রীকে৷ মুম্বাইয়ের থানা গুলিতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷
জন্ম ১৯২৬-এর ২৩ জানুয়ারি। বাবা ইউনাইটেড মহারাষ্ট্র আন্দোলনের সক্রিয় ভুমিকায় থাকা লেখক ও সমাজকর্মী কেশব সীতারাম থ্যাকারে। বাল থ্যাকারের কেরিয়ারের শুরুটাও বেশ ব্যতিক্রমী। মুম্বাইয়ের ফ্রি প্রেস জার্নালে কার্টুনিস্ট হিসেবে কর্মজীবনের শুরু। এরপর ১৯৬০-এ ভাইকে নিয়ে শুরু করেন আলাদা রাজনৈতিক সাপ্তাহিক মার্মিক। এরপরই তিনি ১৯৯৬ সালে গঠন করেন শিবসেনা।