খালেদ হোসাইন এর কবিতা (মনে পড়ে গেল…)
>>>মনে পড়ে গেল>>>
***খালেদ হোসাইনঃ***
১.
তুমি আমাকে চোখের জলে ভাসিয়ে নিয়ে যাও
আমি হাবুডুবু খাই, খাবি খাই, তলিয়ে যাই।
দক্ষ জেলেনির মতো তুমি আমাকে তুলে আনো,
তুমি এমন মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে থাকো
যেন এক দুর্লভ মাছ, আর ফিসফিস করে বলতে থাকো,
সুন্দর, সুন্দর!
আমি আর বেঁচে থাকতেই পারি না!
২.
আচ্ছা, আমি মোটেও নই
তেমন গোবেচারা
আচ্ছা, আমি কোথাও যাবো না
তোমার কাছে ছাড়া।
আচ্ছা, আমি খুদ খাবো না
আর কারো উঠোনে।
কবিতা আর লিখবোই না
তোমার অশ্রু নিয়ে।
কিন্তু তোমার শেফালি ফুল
আমি কি দেখবো না.
যে গাছটা তোমার হাতে বোনা?
ফুল ঝরলো, কুড়িয়ে তুমি
মালাও গেঁথেছিলে
এই শরতের এক বিকেলে;
ছোঁ মেরেছে চিলে?
আচ্ছা, আমি ভুলে যাবো
পথের যত বাঁক
শুনবো না আর তেপান্তরের ডাক।