বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা ক্যান্সারে আক্রান্ত
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালাকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্প্রতি মুম্বাইয়ের পেডার রোডে অবস্থিত জাসলক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার ধরা পড়েছে তাঁর। সম্প্রতি এক খবরে জিনিউজব্যুরো জানিয়েছে, জাসলক হাসপাতালেই চিকিত্সা চলবে তাঁর। এর আগে মনীষাকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাঁকে জাসলক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিত্সাধীন আছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী। নেপালের সম্ভ্রান্ত কৈরালা পরিবারে মনীষার জন্ম ১৯৭০ সালে। পঞ্চাশ এবং ষাটের দশকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তাঁর দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা। মনীষার দুই চাচা গিরিজা প্রসাদ কৈরালা এবং মাতৃকা প্রসাদ কৈরালাও নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। মনীষার বাবা প্রকাশ কৈরালাও সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালম, বাংলা এবং নেপালি ছবিতে কাজ করেছেন মনীষা। তাঁর অভিনীত প্রথম বলিউডের ছবি ‘সওদাগর’ মুক্তি পেয়েছিল ১৯৯১ সালে। পরবর্তী সময়ে ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘বোম্বে’, ‘একেলে হাম একেলে তুম’, ‘খামোশি’, ‘গুপ্ত’, ‘দিল সে’, ‘মন’, ‘লজ্জা’, ‘আনোয়ার’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। মাঝে কিছুদিন অনিয়মিত থাকার পর রাম গোপাল ভার্মার ‘ভূত রিটার্নস’ ছবির মাধ্যমে বলিউডে সফল প্রত্যাবর্তন ঘটে মনীষার। ১২ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার পর বলিউডে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেন তিনি। বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পান। বেশ আটঘাট বেঁধেই ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন মনীষা। শরীরের বাড়তি ওজন কমানোর জন্য নিয়ম করে জিমে গিয়ে ঘাম ঝরানোও শুরু করেছিলেন।