ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী আই কে গুজরাল পরলোকে!

ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী আই কে গুজরাল পরলোকে!

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। ৩০ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টা ৩১ মিনিটে ভারতের রাজধানী নয়া দিল্লির নিকটবর্তী গুরগাঁও শহরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এনডিটিভির এক সংবাদে এই তথ্য জানানো হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দ লোকসভায় সাবেক প্রধানমন্ত্রী গুজরালের মৃত্যুর কথাজানান।

উল্লেখ্য, ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন গুজরাল। গত ১৯ নভেম্বর গুরগাঁওয়ের মেডিসিটি মেদান্ত হাসপাতালে ভর্তি হন তিনি। গুজরাল ছিলেন ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী। ১৯৯৭ সালের এপ্রিল থেকে পরের বছর মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীরদায়িত্ব পালন করেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও ভারতের কেন্দ্রীয় সরকারে অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আই কে গুজরাল। ১৯৮৮ সালে জনতা দলে যোগ দেয়ার আগে কংগ্রেসের সঙ্গে ছিলেন তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।

১৯১৯ সালের ৪ ডিসেম্বর পাঞ্জাবের ঝেলুমে জন্মগ্রহণ করেন আই কে গুজরাল। ব্রিটিশবিরোধী আন্দোলনেও তিনি জড়িত ছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক