কেশবপুরে ১৮ লাখ টাকাসহ দু’হন্ডি ব্যবসায়ী আটক
মিজানুর রহমান,কেশবপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যশোরের কেশবপুরে সাধারণ জনতা ১৮ লাখ টাকাসহ দু’হন্ডি ব্যবসায়ীকে ধরে গনপিটুনি দিয়ে থানা পুলিশে সোর্পদ করেছে। উপজেলার বগার মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, ৩০ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৯ টার দিকে কেশবপুর ভায়া পাটকেলঘাটা সড়কের বগার মোড় নামকস্থানে স্থানীয় জনতা দ্রুতগামী দু’মটরসাইকেল আরোহীকে ধরে মারধর করতে থাকে। এ সময় চিংড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ১৮ লক্ষ টাকা, রেজিষ্ট্রেশন বিহীন একটি ১৫০ সিসি ডিসকভারি মটর সাইকেলসহ দু’মটরসাইকেল আরোহীকে আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গাড়াখালী গ্রামের শহিদুল আলমের পুত্র শামিমুল আলম (৩০) ও একই গ্রামের আবুল কালাম আজাদের পুত্র জাহিদ হোসেন (২৭)। এ ব্যাপারে আটক শামিমুল আলম নিজেদের গরু ব্যবসায়ী দাবী করে বলেন, দ্রুত মটর সাইকেল চালাতে দেখে জনতা ছিনতাইকারী সন্দেহে তাদের ধরে পুলিশে দিয়েছে। স্থানীয় লোকজন জানান, আটক ব্যক্তিরা ম্যাগনেট, হুন্ডিসহ বড় ধরনের গোপন ব্যবসার সাথে জড়িত থাকায় তারা মাঝে মধ্যে ঔ রাস্তা দিয়ে খুব দ্রুত মটরসাইকের চালিয়ে চলাফেরা করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, হুন্ডি ব্যবসায়ী সন্দেহে আটক দু’ব্যক্তিকে ৫৪ ধারায় শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।